শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময় 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময় 

গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত পুলিশ সুপার নিজ পরিচিতি প্রদান করেন এবং সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন করেন।  

মতবিনিময়কালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংবাদকর্মীরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার সহযোগিতা নিয়ে গাইবান্ধা জেলার উন্নয়নে কাজ করতে চাই।  

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের প্রস্তাবগুলো শোনেন। সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।  

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ম গোপসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকরা।

টিএইচ